কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করবেন

কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে  প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করবেন

কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে  প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করবেন



১। ভিডিও করার সময় Focus এবং Exposure Lock করে রাখবেন।


২। ফ্রন্ট ক্যামেরার চেয়ে পেছনের ক্যামেরার Video Quality সাধারণত বেশি ভালো হয়। তাই, Back Camera দিয়ে পারলে ভিডিও রেকর্ড করবেন।


৩। ভিডিও করার সময় মোবাইল ক্যামেরা আপনার চোখ বরাবর আই লেভেলে রাখবেন।


৪। মোবাইল স্ট্যান্ড ব্যবহার করলে ভিডিও অনেক Stable হয়। ছোট ট্রাইপডের দাম ২০০/৩০০ এবং বড়গুলোর দাম ১,০০০+ টাকা হতে পারে।


৫। ট্রাইপড না থাকলেও যদি স্মুথ ভিডিও রেকর্ড করতে চান, তাহলে Slow-Motion-এ ভিডিও করবেন।


৬। ঘরের ভেতর ভিডিও করলে অনেক বেশি লাইট ব্যবহার করুন।

নাহলে ছাদে গিয়ে ভিডিও করতে পারেন যেখানে Golden Hour -এ
(অর্থাৎ সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে) অনেক ভালো Lighting পাওয়া যায়।


৭। দেয়াল কিংবা ব্যাকগ্রাউন্ডের সাথে ঘেষে ভিডিও করবেন না। দেয়াল কিংবা ব্যাকগ্রাউন্ড থেকে একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করলে ব্যাকগ্রাউন্ড ব্লারি এবং প্রফেশনাল লাগবে।


মোবাইলে Sound Recording এর জন্য Tips & Tricks


১। ভিডিও রেকর্ড করার সময় রুমের ফ্যান, দরজা, জানালা সব বন্ধ রাখবেন যেন Environmental Sound আপনার ভিডিওতে না আসে।

২। মোবাইলে খুবই ভালো Sound Record করতে চাইলে দেয়ালে ফোম দিতে পারেন অথবা একটা কম্বল কিংবা কাঁথার নিচে গিয়ে Sound Record করতে পারেন। Sound Quality অনেক ভালো আসবে।

মোবাইলে Video Editing এর জন্য Tips & Tricks Thumbnail থেকে শুরু করে ভিডিওর কাজ করার জন্য যত Feature লাগে,

সেগুলো আছে এমন সব App এর একটা লিস্ট নিচে দিয়ে রাখলাম: ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস:
⏩⏩Inshot, FilmoraGo, Premiere, Clip Quik


⏩ফোনের স্ক্রিন রেকর্ড করার অ্যাপ: A-Z Screen Recorder ঘরে বসে মোবাইলে ভিডিও করার Tips & Tricks এখন আপনার জানা হয়ে গেল।


শুরুটা করা আপনার উপর। মনে রাখবেন, Video making is a long journey. Make sure you enjoy the process

Post a Comment

1 Comments

Unknown said…
💗💗💗 Nice tips sir 💗💗