গরিবদের বিনামূল্যে ইন্টারনেট দেবে গুগল মামা
গুগল মামা ফাইবার জানিয়েছে, আমাদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা ৬ সেকেন্ডে একটি এইচডি মুভির সমমানের ফাইল ডাউনলোড করতে পারবে এই ইন্টারনেট মাধ্যেমে । আর এই বিনামূল্যের ইন্টারনেট সেবায় শুধুমাত্র একটি শহরেই প্রতি বছর গুগলের খরচ হবে প্রায় ১ মিলিয়ন ডলার শুধু মাত্র খরচ করবে
আজেক একটি ঘোষনায় গুগলের মামারা এই প্রতিষ্ঠান জানায়, আপাত ভাবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি মার্কেটে বিনামূল্যের এই সেবা দেওয়া শুরু হবে। এরপর ধারাবাহিক ভাবে যেসব শহরে গুগল ফাইবারের কার্যক্রম আছে সেখানেও এই সেবা চালু হবে।
যদিও এটিই প্রথম নয়। এর আগে অস্টিন, টেক্সাসেস নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে গুগল ফাইবার। তবে সেক্ষেত্রে গিগাবিট গতি দেওয়া হতো না, উচ্চগতি পেতে হলে টাকা পরিশোধ করতে হয় Google মামার কাছে
বর্তমানে বেশির ভাগ আমেরিকান ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১২ এমবিপিএস গতি পান, যেখানে সর্বোচ্চ গতি পাওয়া যায় ৫৭ এমবিপিএস।
তবে গুগলের এই কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালু করা কানেক্টহোম প্রকল্পের অধীনে করা হচ্ছে বলে জানা গেছে। কানেক্টহোম প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার নিম্ন আয়ের মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে।
তবে গুগলের এই সেবার মাধ্যমে মূল কোম্পানি অ্যালফাবেট লাভবানই হবে। ওয়েবে যত বেশি মানুষ যুক্ত হবে ততোই গুগলের বিভিন্ন অনলাইন ব্যবহারকারী বাড়বে। যা গুগলের প্রধান ব্যবসা সার্চ ও বিজ্ঞাপনের জন্য সুফল বয়ে আনবে।
1 Comments