বিকাশে ৫০০ টাকা আয় এর খবর কাহিনী ফাঁস
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আমরা কম বেশি সবাই অনলাইন থেকে আয় করতে চাই কিন্তু এই অনলাইন জগত যতটা ভালো মনে করবে তবে তার চেয়ে আরো বেশি খারাপ কারণ এখানে পথে পথে রয়েছে প্রতারণা চক্রের হাত
আমরা অনেক কে বুঝে না বুঝে বিকাশে ৫০০ টাকা আয় এর লিংক শেয়ার করেন। যারা বিষয়টা বুঝতে পারে তারা কোন বিপদে পরে না, যারা বুঝতে পারে না যে এটা প্রতারনার ফাঁদ, তারা তাদের বিকাশে যে টাকা থাকে সব খোয়ায় ।
সে টা কিভাবে? আসুন জেনে নেই-
এই স্পামিং (স্পাম যুক্ত) লিংকে গেলে কয়েক টা স্টেপ কমপ্লিট করতে হয়। প্রতারকেরা বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে ইনফরমেশন সংগ্রহ করে থাকে।
স্টেপ নাম্বার ১:- প্রতারকেরা আপনার নাম, আপনার পেশা এবং আপনি কি ভাবে এই টাকা নিতে চাচ্ছেন বিকাশ না রকেটে এই তথ্য গুলা জানতে চাইবে ইত্যাদি। আপনি বুঝতেও পারবেন না।
স্টেপ নাম্বার ২:- আপনার বিকাশ নাম্বার, আবার কিছু কিছু সময় আপনার বিকাশ এর পিন জানতে চাইবে। প্রতারকেরা বিভিন্ন ভাবে,
স্টেপ নাম্বার ৩:- বিকাশ নাম্বারে ওয়ান টাইম যে ৬ ডিজিটের ভেরিভিকেশন কোড যাবে সেই কোড জানতে চাইবে। প্রতারকেরা...........
পরিশেষে একটা কথা বলতে চাই এই রকম বাজে সাইটে কোন দিন লগইন করবেন না, কারণ আপনার একটা ভুলের কারণে সম্পূর্ণরূপে আপনি গরিব হয়ে যেতে পারেন.............
তখন আপনার দুঃখ দেখার মতো কেউ থাকবে না, যখন আপনি সম্পূর্ণরূপে গরিব হয়ে যাবেন, নিশ্চয় হয়ে যাবেন, টাকা ছাড়া মানুষ আপনি, এখন এই রকম আরো অনেক ভাবে আপনাকে প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার অনেক কৌশল অবলম্বন করে থাকে সেগুলো থেকে বিরত থাকবে
সব শেষে আপনাকে অভিনন্দন জানাবে : এবং আপনি যদি সব Information ঠিক ভাবে দিয়ে থাকেন তাহলে আপনার বিকাশের ফুল এক্সেস তাদের কাছে চলে যাবে, সাথে আপনার বিকাশে থাকা সবগুলো টাকা নিয়ে যাবে।
তারপর কিছু লেখা, Link Post এবং Comments করতে বলবে, যা আপনারা অনেকেই বুঝে অথবা না বুঝে করেন, যার কারনে অনেক মানুষ প্রতারনার শিকার হচ্ছে।
নিজে কখনই করবেন না এবং অন্যদের সঠিক তথ্য দিন
বিশেষ দ্রব্য : একটা কথা খেয়াল করেছেন আপনারা হয়তো ওই প্রতারক চক্র লেখা দেয় ফেসবুক কোম্পানি নাকি আমাদেরকে বিকাশের মাধ্যমে 500 টাকা করে দিচ্ছে একটা কথা কি আপনি ভেবে দেখেছেন কেন আমাদেরকে 500 টাকা দিচ্ছে ফেসবুক কোম্পানি শুধু এরকম না আরও অনেক আবোলতাবোল কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারকচক্র আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা তাই আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে কথাটা চক্রদের বিরুদ্ধে কঠিনভাবে লোকের এত হবে সবাই এই পোস্টটি শেয়ার করে দিবেন যাতে আর কোনদিন কেউ প্রতারিত না হয় প্রতারক চক্রের হাতে
ধন্যবাদ
0 Comments